আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না: পরীমনি

প্রকাশিতঃ 1:13 pm | October 06, 2025

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

কাজের চেয়ে প্রেম-বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে তুলনামূলক বেশি আলোচনায় থাকা ঢাকাই সিনেমার নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই।

সেসব নিয়ে এই অভিনেত্রী অকপট হয়েছেন এক অনুষ্ঠানে এসে।

মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর দশম পর্বে প্রায় দেড় ঘন্টার আলাপচারিতায় নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন পরীমনি; প্রথম বিয়ে, গায়ক শেখ সাদিকে নিয়ে আলোচনা থাকার বিষয়গুলোও খোলাসা করেছেন।

গায়ক শেখ সাদির সঙ্গে পরীমনির সম্পর্ক কি জানতে চাইলে সঞ্চালককে তিনি বলেছেন, গায়ক শেখ সাদি তার ছোট ভাইয়ের মত।

বর্তমানে পরীমনি ‘সিঙ্গেল’ কি না জানতে চাইলে তিনি বলেন, না। আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার কেন জানি সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।

কতবার বিয়ে করেছেন প্রশ্নে পরীমনি বলেছেন, জীবনে একবারই বিয়ে করেছেন তিনি।

সঞ্চালক অভিনেতা শরীফুল রাজের কথা তুলে বাকিদের নাম কেন শোনা যায় প্রশ্ন করলে রসিকতা করে পরীমনি বলেন, হ্যাঁ রাজ, কিন্তু ওরা (বাকিদের যাদের নাম শোনা যায়) মনে হয় সৎস্বামী! যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।

রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে পরীমনির ভাষ্য, রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল না। আমার জীবনে কিছুই ভুল না, সবই একটা অভিজ্ঞতা।

অভিনয়ে আসার আগেই খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন তিনি, এমন গুঞ্জনও উঠেছিল।

ইসমাইল গত বছর নভেম্বরে সড়ক দুর্ঘটনায় মারা যান।

এ প্রসঙ্গে করা প্রশ্নে পরীমনি বলেন, হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।

মজার ছলে উপস্থাপক প্রশ্ন করেন, আর কতবার বিয়ে করতে চান?

পরীমনি উত্তরে বলেন, আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে! ছোটবেলা থেকে মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। হয়ত তাই রিউমারগুলো এভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে।

পরীমনিকে নিজের প্রেম-ভালোবাসা লুকিয়ে রাখতে দেখা যায়নি। কখনও প্রেমিককে নিয়ে ঘুরতে যেয়ে ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। আবার কখনও খোলামেলা অনুভূতির কথা লিখে ভাগ নিয়েছেন সবার সঙ্গে।

কৈশোর পেরোনোর পরপরই পরীমনির প্রথম বিয়ের খবর শোনা যায়, যদিও সেই সংসার টেকেনি।

পরে ২০১২ সালে পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে তার প্রেম ও বিয়ের খবর আসে , তবে সেই সম্পর্কও টেকেনি।

চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় পরীমনির সঙ্গে অভিনেতা রাজের পরিচয় থেকে প্রণয় গড়ে ওঠে। বিয়েও করেন তারা, এই দম্পতির এক সন্তানভ

পরে সম্পর্কে ফাটল ধরে তাদের।

শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে ২০১৫ সালে বড় পর্দায় পথচলা শুরু পরীমনির। এ সিনেমায় তার বিপরীতে নায়ক ছিলেন জায়েদ খান।

চলচ্চিত্রের আগে পরীমনি নাটকেও অভিনয় করেছেন। সর্বশেষ এ তারকার ‘ফেলুবক্সী’ নামে একটি চলচ্চিত্র চলতি বছর কলকাতায় মুক্তি পেয়েছিল।

চলতি বছরের শুরুতে ‘গোলাপ’ নামের এক সিনেমায় যুক্ত হয়েছেন পরীমনি। এছাড়াও ‘ডোডোর গল্প’ নামের এক সিনেমার কাজ শেষ করেছেন। যেটি মুক্তির অপেক্ষায়।

কালের আলো/এসআর/এএএন