ওয়েলিংটনেও সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ
প্রকাশিতঃ 5:50 pm | March 05, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
সাকিব আল হাসানকে দ্বিতীয় টেস্টেও পাচ্ছে না বাংলাদেশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
নিউজিল্যান্ডে সফরের আগে আঙুলে চোট পান সাকিব। ফলে দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ককে ছাড়াই নিউজিল্যান্ডে উড়াল দেয় বাংলাদেশ দল। সাকিবের বদলে হ্যামিল্টনে দলের নেতৃত্বের দায়িত্ব পড়ে মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টেও দলকে নেতৃত্ব দিতে হবে তার।
সাকিবের আঙুলের বর্তমান অবস্থা জানতে রোববার এক্স-রে করা হয়েছিল। কিন্তু রিপোর্টে ফলাফল ভালো আসেনি। ফলে দ্বিতীয় টেস্টেও দর্শক হিসেবেই থাকছেন সাকিব।
বিষয়টি নিশ্চিত করে সোমবার মিরপুরে বিসিবি সভাপতি বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে, সে দ্বিতীয় টেস্টেই খেলতে চেয়েছিল। কিন্তু এই মুহূর্তে তার দ্বিতীয় টেস্টে ফেরা সম্ভব নয়। গতকাল (রবিবার) ওর এক্সরে রিপোর্ট পাওয়া গেছে, সেখানে কিছু ত্রুটি ধরা পড়েছে। আরও এক সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। ওই সময়ের পর ফিজিওরা ছাড়পত্র দিলে ও অবস্থা ভালো থাকলে সে তৃতীয় টেস্ট খেলবে।’
দলের অধিনায়ক ছাড়া বেশ ধুঁকছে বাংলাদেশ দল। হ্যামিল্টনে প্রথম টেস্টটি হেরেছিল ৫২ রান ও ইনিংস ব্যবধানে। ওই টেস্টে ছিলেন না মুশফিকুর রহীমও।
কালের আলো/এমএইচএ