সেপ্টেম্বরে রেমিটেন্স এলো ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার
প্রকাশিতঃ 7:23 pm | October 05, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সেপ্টেম্বর মাসেও প্রবাসী আয়ের উচ্চ ধারা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরে আগের মাস আগস্ট এবং আগের বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে বেশি প্রবাসী আয় এসেছে।
সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩২ হাজার ৭০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা হিসাবে)।
রোববার (৫ আক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছিল ২৪০ কোটি ৪১ লাখ ১০ হাজার ডলার। চলতি বছরের আগস্টে প্রবাসী আয় এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।
একক মাস হিসাবে প্রবাসীরা সর্বোচ্চ প্রবাসী আয় পঠিয়েছিলেন চলতি বছরের মার্চ মাসে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার; মে মাসে আসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার; জুন মাসে ২৮২ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার এবং এপ্রিল মাসে আসে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার।
সেপ্টেম্বর মাসে প্রবাসী আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ডলার।
দেশে উচ্চ প্রবাসী আয়ের ধারা অব্যাহত থাকলেও বেশ কিছু ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এসব ব্যাংকের মধ্যে দেশি বেসরকারি বাণিজ্যিক পদ্মা ব্যাংক, আইসিবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে যেসব ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসেনি, সেগুলো হলো, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক।
কালের আলো/এসআর/এএএন