মুল্ডারের ক্যাচ ছাড়লেন মুমিনুল

প্রকাশিতঃ 11:42 am | October 22, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৬৪ ওভারে ২২৪/৬, লিড ১১৮ (মুল্ডার ৫৩*, ভেরেইন ৬৫*; মারক্রাম ৬, স্টাবস ২৩, বেডিংহ্যাম ১১, ডি জর্জি ৩০, ব্রিটজকে ০, রিকেলটন ২৭)

বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০.১ ওভারে ১০৬/১০ (হাসান ৪*; সাদমান ০, মুমিনুল ৪, শান্ত ৭, মুশফিক ১১, লিটন ১, মিরাজ ১৩, জয় ৩৩, জাকের ২, নাঈম ৮, তাইজুল ১৬)

দারুণ জুটিতে বাংলাদেশকে হতাশ করছেন ভিয়ান মুল্ডার ও কাইল ভেরেইন। ঘণ্টাখানেকের প্রতিরোধের পর এই জুটি ভাঙার সুযোগ এসেছিল। ৫৯.৬ ওভারে নাঈম হাসানের বলে ক্যাচ দিয়েছিলেন মুল্ডার। দুর্ভাগ্য শর্ট লেগে থাকা মুমিনুল সেটা নিতে পারেননি। প্রোটিয়া ব্যাটার তখন ৪৭ রানে ব্যাট করছিলেন।

লিড একশ ছাড়ালো দক্ষিণ আফ্রিকার

দিনের শুরুতে দ্রুত উইকেট নেওয়ার আশায় ছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ঘণ্টায় তাদের হতাশ করে উল্টো কর্তৃত্ব করেছেন ভিয়ান মুল্ডার ও কাইল ভেরেইন। সপ্তম উইকেট জুটিতে প্রতিরোধ গড়েছেন তারা। গড়েছেন সেঞ্চুরি ছাড়ানো পার্টনারশিপ। ভেরেইনতো চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। তাতে প্রোটিয়ারা এই জুটিতেই প্রথম ঘণ্টায় লিড একশ ছাড়িয়েছে।

মুল্ডার-ভেরেইনের জুটিতে লিড পঞ্চাশ ছাড়ালো দক্ষিণ আফ্রিকার

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করার আশা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বিপরীতে দ্রুত রান তুলে লিড পঞ্চাশ ছাড়িয়েছে প্রোটিয়া দল। মুল্ডার-ভেরেইন জুটি আবার পঞ্চাশও পূর্ণ করেছে।

চ্যালেঞ্জিং উইকেটে ঘটনাবহুলভাবে শেষ হয় মিরপুর টেস্টের প্রথম দিন। প্রথম দিনেই উইকেট পড়েছে ১৬টি! বাংলাদেশ শুরুতে ব্যাট করলেও বাজে ব্যাটিংয়ে গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। তবে দলের পারফরম্যান্সে বাজে ব্যাটিংয়ের সঙ্গে ছিল ভালো বোলিংয়ের সমন্বয়। দক্ষিণ আফ্রিকা লিড নিয়ে এগিয়ে থাকলেও তাদের অর্ধেকের বেশি উইকেট তুলে নিতে পেরেছে স্বাগতিকরা। তাতে চাপে রয়েছে প্রোটিয়া দল। প্রথম দিনে আলোর স্বল্পতায় খেলা আগেভাগে সমাপ্ত হওয়ার আগে তাদের স্কোর ছিল ৪১ ওভারে ৬ উইকেটে ১৪০ রান। প্রোটিয়ারা দিন শেষে এগিয়েছিল ৩৪ রানে।

১০৮ রানে ৬ উইকেট হারানোর পর ৩২ রানে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন কাইল ভেরেইন ও ভিয়ান মুল্ডার। এ দুজনই লিড বাড়িয়ে নেওয়ার সংকল্প নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমেছেন।

প্রথম দিন বাংলাদেশের সেরা বোলার ছিলেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৪৯ রানে ৫ উইকেট নিয়েছেন। এটি তাইজুলের ১৩তম ৫ উইকেট শিকারের নজির। একটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। মিরাজ ছিলেন উইকেটশূন্য।

কালের আলো/ডিএইচ/কেএ