রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধান বিচারপতি
প্রকাশিতঃ 10:05 pm | October 12, 2024
টাঙ্গাইল প্রতিবেদক, কালের আলো:
টাঙ্গাইলের মির্জাপুরের প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় তিনি ওই মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় চিহ্নিত সন্ত্রাসীদের জামিন হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের কাজের মধ্য দিয়েই জনগণ বুঝতে পারবে আমাদের পদক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা।’
তিনি রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন প্রসঙ্গে বলেন, ‘এই পরিবারের সঙ্গে আমাদের অনেক পুরনো সম্পর্ক। এখন উৎসবের সময় যাচ্ছে। তাদের সঙ্গে শামিল হতে পারাই আমাদের সৌভাগ্য।’
প্রধান বিচারপতি পূজামণ্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন– সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ।
কালের আলো/এমএএইচ/ইউএইচ