আইজিপির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিতঃ 7:39 pm | October 01, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আইজিপি মো. ময়নুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে তারা এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইজিপি জাপানের রাষ্ট্রদূতকে পুলিশ হেডকোয়ার্টার্সে স্বাগত জানিয়ে বলেছেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। এ সময় তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং অন্যান্য ক্ষেত্রে জাপান সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং জাপানি নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আইজিপিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ এবং লজিস্টিক সাপোর্ট তথা ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশ্বাস দেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএইচ/ইউএইচ