গুলশান থেকে আটক সাবেক এমপি জ্যাকব
প্রকাশিতঃ 11:31 am | October 01, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গুলশান থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
২০১২ সালে বিএনপির মিছিলে নেতা-কর্মীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এমপি জ্যাকবের বিরুদ্ধে মামলা করা হয়।
কালের আলো/ডিএইচ/কেএ