সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতায় আত্মবিশ্বাস ফিরছে পুলিশের; গৌরীপুরে সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সেনাপ্রধানের

প্রকাশিতঃ 11:38 pm | September 13, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে ‘নাজুক’ পরিস্থিতির মুখোমুখি হয়েছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলন দমাতে গিয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগের কারণে জনরোষের মুখে পড়তে হয়েছে বাহিনীটিকে। সেই সঙ্কট কাটিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতায় ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে পুলিশ। থানাসমূহে পুলিশের পরিস্থিতি ও কার্যক্রমের বিষয়ে ময়মনসিংহের গৌরীপুরে বেসামরিক প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি গৌরীপুরে ৪০৩ ব্যাটেল গ্রুপ স্থাপিত আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে গৌরীপুর আর্মি ক্যাম্পে কর্তব্যরত সব পদবির সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তাদের। এ সময় সেনাপ্রধানকে জেলার ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চল এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয় বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। ধর্মীয় এই উৎসবটি নির্বিঘ্নে উদযাপনে এরইমধ্যে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনও ধরনের শঙ্কা ছাড়াই পূজামণ্ডপগুলোতে এসে ভক্তরা যেন ভক্তি জ্ঞাপন করতে পারেন সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশব্যাপী। সারাদেশের মতো ময়মনসিংহেও ৮৪১টি পূজা মন্ডপে পূজার শুরু থেকে বিজয়া দশমীর আগ পর্যন্ত ও সবশেষ বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অন্যদিকে, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অভিযানে পুলিশের সঙ্গে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও যোগ দিয়েছেন। এই অভিযানের মাধ্যমে পুলিশের হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরতে শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে আরও বেশি কার্যকর ভূমিকায় দেখার প্রত্যাশা দেশের সাধারণ মানুষের। এদিন গৌরীপুরে যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রমের বিষয়েও স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে