ভারতে সফরের দলে এবাদত!

প্রকাশিতঃ 5:31 pm | September 07, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে পেসার এবাদত হোসেন। জাতীয় দলে ফেরার লড়াইয়ে গত কয়েক সপ্তাহ ধরে নেটে বোলিং করছেন। যদিও পুরোপুরি ছন্দে বোলিং করতে পারছেন না। এই অবস্থায় জাতীয় দলে এবাদতের ফেরার সম্ভাবনা বেশ ক্ষীণই! যদিও ভারত সিরিজে বাড়তি ত্রিকেটার হিসেবে এবাদতকে নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

এ প্রসঙ্গে এবাদত নিজেই বলেছেনন, ‘আমাকে হয়তো দলের সঙ্গে ভারতে নেওয়া হবে। সেখানে আমার বোলিং সমর্থনটা পাবো। ডাক্তার, ফিজিও, ট্রেনার সব ধরনের সহযোগিতা পাব। দলের পর্যবেক্ষণে থাকবো। এজন্যই হয়তো আমাকে নিয়ে যাবে। সেখানে গিয়ে আমার ফিটনেস পরীক্ষা করে দেখবে। এরপর ওরকম মনে হলে হয়তো সিদ্ধান্ত নেবে।’

শুক্রবার মিরপুরে এবাদত সাংবাদিকদের আরও বলেছেন, ‘আমাকে ফিজিও, ট্রেনার ও ফাস্ট বোলিং কোচ যে পরিকল্পনা দিয়েছেন, সেটা অনুসরণ করছি। এখনও শতভাগ দিয়ে বোলিং করার অনুমতি পাইনি। আমি ৭০-৮০ ভাগের কাছাকাছি দিয়ে বোলিং করছি।’

আগামী ১৯ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। পরের টেস্টটি ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হবে নাজমুল হোসেন শান্তরা।

কালের আলো/এমএএইচ/ইউএইচ