এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূলকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 12:45 pm | February 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নগরের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ফলক উন্মোচন করেন তিনি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে সরাসরি তিনি পতেঙ্গার সাগর পাড়ে সভামঞ্চে পৌঁছেন। সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৪ লেনের ১৬ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হচ্ছে।
কালের আলো/এমএইচএ