এবার ত্রাণ তহবিলে এক দিনের বেতন র‍্যাব সদস্যদের, হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা

প্রকাশিতঃ 1:17 am | August 24, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বন্যার্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সব সদস্যরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার রাতে র‍্যাবের মিডিয়া সেল থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বন্যার্তদের সহায়তায় সকল র‍্যাব সদস্যদের একদিনের বেতন প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।

এদিকে বন্যায় আটকেপড়াদের উদ্ধারে ও ত্রাণ বিতরণে ফেনীতে হেলিকপ্টারে উদ্ধার কাজ চলমান রেখেছে র‍্যাব। দিনভর শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার সেলাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি নারী, শিশু, বৃদ্ধসহ বন্যাকবলিত এলাকা হতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানিবন্দীদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে এলিট ফোর্সটি।

কালের আলো/ডিএইচ/কেএ

Print Friendly, PDF & Email