খাগড়াছড়িতে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে সেনাবাহিনী
প্রকাশিতঃ 4:22 pm | August 23, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পাহাড়ি ঢল আর কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দেশের ১১ জেলা। এসব জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে পার্বত্য জেলা খাগড়াছড়িতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছেন। চেঙ্গি, মাইনি ও কাসালং নদীর পানি বিপদসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করায় আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। এসব বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে জেলার প্রায় দুই হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত অসহায় মানুষদের রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শুকনা খাবার, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।
এদিকে দেশের ১১ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সকল পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।
কালের আলো/ডিএইচ/কেএ