বিএনপি নেতা মিন্টুর নেতৃত্বে পুনর্গঠন হলো ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদ

প্রকাশিতঃ 7:15 pm | August 20, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা পরিচালক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তার নেতৃত্বেই ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পুনর্গঠিত পরিচালনা পর্ষদে উদ্যোক্তাদের মধ্যে মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহের পরিচালক হয়েছেন। স্বতন্ত্র পরিচালক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলিতা মেহজাবিন ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আব্দুস সাত্তার সরকার।

অভিযোগ আছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আব্দুল আউয়াল মিন্টুকে জোর করে ন্যাশনাল ব্যাংক থেকে বের করে সেটি দখলে নেয় শিকদার পরিবার। কিছুদিন আগে তাদেরকে হটিয়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে তুলে দেয় বাংলাদেশ ব্যাংক।

তবে ছাত্র-জনতার ডাকা অসহযোগ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ায় এবং দেশের পটপরিবর্তিত পরিস্থিতিতে আবারও ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পেলেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু।

কালের আলো/ডিএইচ/কেএ

Print Friendly, PDF & Email