বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন খন্দকার রাশেদ মাকসুদ
প্রকাশিতঃ 5:55 pm | August 19, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ।
সোমবার (১৯ আগস্ট) সকালে আগারগাঁওয়ের বিএসইসি কার্যালয়ে তিনি যোগদান করেন।
উল্লেখ্য, সরকারের অনুমোদনক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ১৮ আগস্ট জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫ অনুসারে জনাব খন্দকার রাশেদ মাকসুদকে চার বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
খন্দকার রাশেদ মাকসুদের তিন দশকেরও বেশি সময় ধরে দেশে-বিদেশে ব্যাংক খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
তিনি বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক ব্যাংক সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিটি ব্যাংক এনএ ইন্দোনেশিয়াতে ২০০৮-১০ সময়কালে দায়িত্ব পালন করেন।
পরে তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-তে স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
তার সুযোগ্য নেতৃত্বে দেশের পুঁজিবাজার ও অর্থনীতির প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে এবং বিনিয়োগকারীরা একটি স্বচ্ছ, গতিশীল ও উন্নত পুঁজিবাজার পাবেন বলে আশা করা যায়।
কালের আলো/ডিএইচ/কেএ