বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদলের ৩২ নেতা নিহত
প্রকাশিতঃ 6:43 pm | August 16, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মী মো. আসিফ। বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
একটি সূত্র থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসিফসহ ছাত্রদলের ৩২ জন নেতাকর্মী নিহত হয়েছেন।
জানা গেছে, মৃত আসিফ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশ পুর এলাকার মিরআলীপুর গ্রামের মোরশেদ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন সোনাইমুড়ী থানার সামনে আওয়ামী লীগ ও পুলিশের সাথে সংঘর্ষ হয় ছাত্র জনতার। এতে গুরুতর আহত হয় আসিফ। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল আনা হয়।
কালের আলো/ডিএইচ/কেএ