বিচারপতি বললেন, ‘মশার কোটি টাকা কই যায়! আল্লাহ ভালো জানেন’

প্রকাশিতঃ 12:14 am | February 20, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

মশার যন্ত্রণায় হতাশা নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের বলেছেন, আমরা মশার জ্বালায় বাঁচি না। মশার জন্য প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ হয়, এই টাকা কই যায় আল্লাহ ভালো জানেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীতে বায়ু দূষণের বিষয়ে করা মামলার শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

হাইকোর্ট এসময় আরো বলেন, মশার কামড়ে মানুষ হাসপাতালে যাচ্ছে বেশি। মশা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। আপনারা তো নিয়মিত মশার ওষুধ ছিটান তবে, ঠিক মতো কাজ হচ্ছে না কেন।

এ সময় আদালত সিটি করপোরেশনের উদ্দেশে আরো বলেন, মশা নিধনে কোটি কোটি টাকা যায় কোথায়?

এর প্রেক্ষিতে সিটি করপোরেশনের আইনজীবী বলেন, আমরা চেষ্টা করছি।

বিচারপতি আইনজীবীর কথার পরিপ্রেক্ষিতে আবারো বলেন, এসবে হবে না। দুর্নীতি কমান। আমি বলছি না বন্ধ করে দেন। কমান। তাহলেই মানুষ শান্তি পাবে। মশার কামড়ে মানুষ হাসপাতালে যাচ্ছে বেশি।

একই সঙ্গে ঢাকা শহরের বায়ু দূষণ প্রতিরোধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তর, দুই সিটি করপোরেশন সহ সংশ্লিষ্টদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কালের আলো/এএ/এমএইচএ