ওসমানী বিমানবন্দরে ৬ ঘণ্টার জন্য ফ্লাইট চলাচল বন্ধ
প্রকাশিতঃ 5:50 pm | August 05, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টার জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (০৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার বিকেল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
বিকেল সোয়া ৫টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, বিকেল ৫টা থেকে ছয় ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।
পরবর্তী নির্দেশনা পেলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হবে।
কালের আলো/ডিএইচ/কেএ