সামর্থের সবটুকু দিয়ে একুশের নিরাপত্তায় র‍্যাব, জানালেন ডিজি

প্রকাশিতঃ 3:56 pm | February 19, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, একুশের রাতে সারাদেশের সর্বস্তরের মানুষ শহীদদের সম্মান জানাবে। কেন্দ্রীয়ভাবে শহীদদের সম্মান জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশের মঞ্চ প্রস্তুত। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানানো নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে র‍্যাব। সামর্থের সবটুকু দিয়ে নিরাপদ রাখার চেষ্টা করবো আমরা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিজি বলেন, র‍্যাবের ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবে। শহীদ মিনার ও পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে র‍্যাবের নিরাপত্তা বলয় থাকবে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে একুশের দুপুর পর্যন্ত নিরাপত্তা বলবৎ থাকবে, প্রয়োজনে সেটা আরও বাড়ানো হবে।’

এক প্রশ্নের জবাবে র‍্যাবের তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কোনও শঙ্কা নেই। আমরা আসলে সব ধরনের শঙ্কা দূর করতে চাই। তবে সব সাম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাশ্মিরের জঙ্গি হামলার বিষয়টি ভিন্ন ইস্যু। সেখানে ১৯৪৭ সাল থেকে চলে আসছে। সেখানকার চরিত্র আর আমাদের এখানকার ধর্মভিত্তিক উগ্রবাদিতার চরিত্র এক নয়। আমরা প্রতি মুহূর্তে জঙ্গিদের আপডেট রাখছি। গত এক সপ্তাহ দেখলে প্রায় প্রতিদিনই জঙ্গি গ্রেফতারের ঘটনা রয়েছে। আমরা কখনোই জঙ্গিদের থেকে দৃষ্টি সরাইনি।’

এ সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল মো: জাহাঙ্গীর আলমসহ র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এনএল/এমএইচএ