ঢামেকে কোটা আন্দোলনে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু
প্রকাশিতঃ 6:39 pm | July 29, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হওয়া বাবুল হাওলাদার (৪৮) নামে আরও একজন মারা গেছেন। গত ১৯ জুলাই সহিংসতায় রামপুরা এলাকায় বাবুল হাওলাদার আহত হন।
সোমবার (২৯ জুলাই) ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় বাবুল হাওলাদার মারা যান।
তার পরিবার কাছ থেকে জানা গেছে, গত ১৯ জুলাই রামপুরা এলাকায় তিনি আহত হন। পেশায় রংমিস্ত্রি ছিলেন বাবুল।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।
কালের আলো/ডিএইচ/কেএ