কোটা নিয়ে কথা বললেন ভাইরাল চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

প্রকাশিতঃ 5:41 pm | July 16, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:

কোটা সংস্কারের দাবিতে রাজপথে সাধারণ ছাত্রছাত্রীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ঘটেছে হামলার ঘটনা। এরইমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার কোটা নিয়ে কথা বললেন ভাইরাল চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

নিজের ফেসবুকে মিষ্টি জান্নাত লিখেছেন, আমার নানা-দাদা মুক্তিযোদ্বা। আমার কোটা লাগে না। অনেক চাকরি আছে ,কেন শুধু সরকারি চাকুরিই করতে হবে। এত মারামারি কেন?

তবে মিষ্টি জান্নাতের কথাগুলো ভালোভাবে নেননি নেটিজেনদের অনেকে। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে তা। কেউ কেউ মিষ্টিকে খুঁচিয়েছেন আক্রমণাত্মক ভাষায়। আবার কারও মতে আন্দোলনকারীদের কষ্ট বুঝবেন না এ নায়িকা।

চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের অনেকে। পরীমণি নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে কোটা বিরোধী আন্দোলনে গিয়ে আহত এক রক্তাক্ত সাধারণ ছাত্রীর ছবি ভাইরাল হয়েছে। ছবিটি নিজের ফেসবুকে শেয়ায় করেছেন পরীমণি। সঙ্গে লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’

চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের অনেকে। সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন নব্যান্ডের দলনেতা জিয়াউর রহমানসহ অনেকে।

কালের আলো/এমএইচইউআর