‘তুফান’ নিয়ে ইলিয়াস কাঞ্চনের পেজে নেতিবাচক খবর, বিস্মিত অপু বিশ্বাস 

প্রকাশিতঃ 10:57 am | July 08, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:

এ মুহূর্তে সবচেয়ে বেশি ব্যবসা করছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা। তুফান দেখতে সিনেপ্লেক্সগুলোতে ভিড় করছেন সিনেপ্রেমীরা।

সিনেমা দেখার পর উচ্ছ্বসিত দেখা গেছে অনেককেই। কেউ কেউ প্রশংসা করেছেন শাকিব খানের অভিনয় ও নতুন লুকের।

তবে ভিন্ন পথে গেলেন এক সময়ের জনপ্রিয় নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চন।

সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘তুফান’ সিনেমা নিয়ে করা একটি নেতিবাচক প্রতিবেদন শেয়ার করতে দেখা গেছে।

‘কলকাতায় বড় ধাক্কা খেল তুফান’ শিরোনামের একটি সংবাদ শেয়ার করেছেন শাকিব। বিষয়টি শাকিবভক্তরা ভালোভাবে নেয়নি।

এ নিয়ে ইলিয়াস কাঞ্চনকে ঘিরে নানান প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তারা।

বিষয়টিতে বিস্মিত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। কড়া প্রতিক্রিয়া না জানিয়ে শ্রদ্ধা রেখেই ইলিয়াস কাঞ্চনের প্রতি প্রশ্ন রেখেছেন তিনি।

‘বেদের মেয়ে জোসনা’খ্যাত অভিনেতাকে সালাম দিয়ে অপু বিশ্বাস ওই সংবাদের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য। আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি?’

যদিও অপুর প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি ইলিয়াস কাঞ্চনকে। এ নিয়ে গণমাধ্যমে কোনো কথাও বলেননি তিনি।

তবে সিনেপ্রেমীদের একাংশ মনে করছেন, ইলিয়াস কাঞ্চন নিজ থেকে শাকিবের সিনেমা নিয়ে কোনো নেতিবাচক প্রচারণা চালাননি। তার এই পেজ যারা নিয়ন্ত্রণ করছেন, তারাই একটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের সব খবর সেখানে শেয়ার করছেন।

কালের আলো/ডিএইচ/কেএ