প্রধানমন্ত্রীকে ঢাকা ওয়াসা’র ‘বার্ষিক উন্নয়ন প্রতিবেদন’ হস্তান্তর করলেন এমডি 

প্রকাশিতঃ 12:50 am | July 06, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। বৃহস্পতিবার (০৪ জুলাই) গণভবনে সাক্ষাতকালে ওয়াসা এমডি প্রধানমন্ত্রীকে ঢাকা ওয়াসা’র ‘বার্ষিক উন্নয়ন প্রতিবেদন’ হস্তান্তর করেন।

ঢাকা ওয়াসার উপ প্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা ওয়াসা’র চলমান কর্মকাণ্ড সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালকের নিকট থেকে বিস্তারিত অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন।

জানা যায়, রাজধানীতে সবার জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ‘পরিবেশ বান্ধব টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে ঢাকা ওয়াসা গত দেড় দশকে রাজধানীবাসীর জন্য সুপেয় পানি ও পয়ঃ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সময় ঢাকা ওয়াসা’র অর্জনসমূহ এবং উত্তম চর্চাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা ওয়াসা’র অর্জন ধরে রাখার এবং উত্তম চর্চাগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান বলেও জানান উপ প্রধান জনতথ্য কর্মকর্তা।

কালের আলো/এমএইচইউআর