পেনাল্টি মিস করায় ক্ষুব্ধ ছিলেন মেসি

প্রকাশিতঃ 3:53 pm | July 05, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়েই ছিল আর্জেন্টিনা। কিন্তু দারুণ খেলতে থাকা ইকুয়েডর সুযোগ পেল ইনজুরি টাইমে গিয়ে।

যার ফলে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় তারা। যেখানে আর্জেন্টিনার হয়ে প্রথম শটটি নিতে এসেই মিস করে বসেন লিওনেল মেসি। তার পানেনকা শট পোস্টে লেগে ফিরে আসে।

তবে বিপদের সময়ে আরও একবার ত্রাণকর্তা হয়ে দাঁড়ালেন এমিলিয়ানো মার্তিনেস।

তার জাদুকরী হাতের ছোঁয়ায় ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে জিতলেও নিজের ওপর রাগ হচ্ছিল মেসির।

আলবিসেলেস্তে অধিনায়ক বলেন, ‘নিজের ওপর অনেক ক্ষুব্ধ ছিল। মার্তিনেস ও রুয়ির সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নিলাম এই শটই (পানেনকা) নেব। যদিও অনুশীলন করা হয়নি এই শটটি নিয়ে। আমার চেষ্টা ছিল বলটায় শুধু ছোঁয়া লাগাতে, কিন্তু উঁচুতে উঠে গেল। ‘

টাইব্রেকারে মার্তিনেসের দারুণ সেভ নিয়ে মেসি বলেন, ‘আমি জানতাম, এমন মুহূর্তে মার্তিনেস সবসময় জ্বলে ওঠে। সে এমন মুহূর্ত পছন্দ করে, যেটা তাকে বড় করে তুলেছে। এছাড়া গোলবারের নিচেও অসাধারণ সে। তার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল। এমনকি ম্যাচের আগেও আমি মজা করে বলছিলাম, ম্যাচ যদি পেনাল্টিতে যায় তাহলে আমাদের শান্ত থাকতে হবে। ‘

কালের আলো /ডিএইচ/কেএ