ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যার দায় স্বীকার স্বপ্নার

প্রকাশিতঃ 7:34 pm | February 15, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্নাসহ (৩৫) দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার স্বর্ণা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকারও করেছে।

গৃহকর্মীদের ছবি নিহত মাহফুজার মোবাইলে তোলা ছিল। এ ছাড়া ডায়েরির পাতায় গৃহকর্মীদের ঠিকানাও লেখা ছিল। যে কারণে খুনিরা মাহফুজাকে হত্যার পর নিহতের ডায়েরিতে লেখা ঠিকানার পাতাটি ছিঁড়ে নিয়ে যায়। সাথে অপরাধীরা মাহফুজার মোবাইল ফোনটিও নিয়ে যায়।

শুক্রবার বিকালে নিউমার্কেট থানা কম্পাউন্ডে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।

তিনি বলেন, ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রিতা আক্তারকে শুক্রবার ভোরে নেত্রকোনার মদন থানার ফতেপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন, ৭ হাজার টাকা ও নিহত মাহফুজার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়।

মারুফ হোসেন সরদার আরো বলেন, গ্রেফতার স্বর্ণা গৃহকর্মী হিসেবে মাহফুজার বাসায় কাজ করতো। প্রাথমিকভাবে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আরেক অভিযানে রাজধানীর মিরপুর এলাকা থেকে দুপুরে রুনু ওরফে রাকিবের মাকে গ্রেফতার করা হয়। রুনু বাসা বাড়িতে গৃহকর্মী সরবরাহ করতো। মাহফুজার বাসার গৃহকর্মীদেরও সেই সরবরাহ করেছিল।

শনিবার গ্রেফতারদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। মাহফুজা হত্যা মামলার এজাহারভুক্ত অপর আসামি গৃহকর্মী রুমা ওরফে রেশমাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ডিসি রমনা বলেন, আসামিরা অনেক চালাক। তারা মোবাইল ফোন ব্যবহার করে না। তারা হত্যাকাণ্ডের পর মাহফুজার ডায়েরিতে লেখা তাদের ঠিকানার পাতাও ছিঁড়ে নিয়ে গেছে। নিহত মাহফুজা চৌধুরীর মোবাইলে গৃহকর্মীদের ছবি ছিল। অপরাধীরা সে মোবাইল নিয়ে গেছে।

রাজধানীবাসীকে গৃহকর্মী রাখার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে ডিসি মারুফ বলেন, কাজের লোক, ড্রাইভার রাখলে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্য থানায় জমা দিবেন। এ ছাড়া তাদের ছবি অবশ্যই সংগ্রহ করে রাখবেন।

উল্লেখ্য, রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় গত ১০ ফেব্রুয়ারি খুন হন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। পরে বাসার দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা পালিয়ে যায়। ঘটনার পর দিন সোমবার সকালে নিহতের স্বামী ইসমত কাদির গামা বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা করেন।

কালের আলো/এএ/এমএইচএ