অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সোহরাওয়ার্দী হাসপাতালের একাংশ

প্রকাশিতঃ 11:20 am | February 15, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

রাজধানীর সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ভবনের একাংশ। এছাড়া উত্তর পাশের নিচ তলার তিনটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় তলার ১২টি কক্ষের আংশিক পুড়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের মূল ভবনের উত্তর পাশের অংশে গিয়ে দেখা যায়, ভবনটির তৃতীয় তলার ওপরে ভার্টিক্যাল এক্সটেনশনের কাজ চলছে। প্রথম তলায় অবস্থিত ক্যান্সার ওয়ার্ড, দ্বিতীর অবস্থিত সার্জারি ওয়ার্ড ও তৃতীয় তলার গাইনি ওয়ার্ডের ১২টি কক্ষ আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিচ তলার মেডিসিন স্টোরেজের তিনটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া পুড়েছে নথিপত্র।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মেডিসিন স্টোরেজ পুড়ে যাওয়ায় লাখ লাখ টাকার সরকারি ওষুধসহ চিকিৎসা সেবায় ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণ কাজের জন্য ব্যবহৃত তৃতীয় তলার স্টোরেজ থেকে আগুনে লেগেছে। বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুন অন্যান্য তলায় দ্রুত ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মামুন বলেন, ‘আগুন নেভানোর পর ভেতরে গিয়ে দেখি, মেডিসিন স্টোরেজ তিনটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। কক্ষগুলোতে থাকা সকল প্রকার জিনিসপত্রও আগুনে পুড়ে গেছে। এছাড়া গ্রাউন্ড ফ্লোর থেকে তৃতীয় তলা পর্যন্ত আরও ১২টি কক্ষ আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কামাল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রথমে আমরা হাসপাতালের ভবনের উত্তর পাশে কালো ধোঁয়া দেখতে পাই। এরপর নিমেষেই আগুন তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় অনেক রোগীকে আমরা হাসপাতালের বারান্দার গ্রিল কেটে উদ্ধার করি।’

হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ১২০০ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, আগুন লাগার পর থেকে প্রায় চার ঘণ্টার মধ্যে হাসপাতালের রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ সোহরাওয়ার্দী হাসপাতালের আশপাশে বিভিন্ন ক্লিনিকে সরিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত ডা. শামিম আহমেদ বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা রোগীদের সরিয়ে ফেলি। এখন পর্যন্ত প্রায় ১২০০ রোগীকে বিভিন্ন হাসপাতালে সরানো হয়েছে।’

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email