চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ১৬ জুন
প্রকাশিতঃ 10:52 pm | June 06, 2024

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
সৌদি আরবে দেখা গেছে ১৪৪৫ সনের জিলহজের মাসের চাঁদ। বৃহস্পতিবার (৬ জুন) চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। তবে চাঁদ দেখা গেছে নাকি দেখা যায়নি সেটি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। গালফ নিউজসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, চাঁদ দেখা যায়নি। তারা ১৭জুন সৌদিতে ঈদুল আজহা উদযাপনের কথা জানায়।
তবে কিছুক্ষণ পর দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায় আল হারিকে একজন চাঁদ দেখার দাবি করেছেন। এর কিছুক্ষণ পর গালফ নিউজ জানায়, সুপ্রিম কোর্ট জানিয়েছে সৌদিতে চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহার প্রথম দিন এবং ১৫ জুন আরাফাত দিবস হওয়ার ঘোষণা দেয়।
কালের আলো/ডিএইচ/কেএ