বিশ্ব শান্তিক্ষার একটি অভিন্ন প্লাটফর্মে সমবেত হতে পারা অত্যন্ত গর্বের : আইজিপি
প্রকাশিতঃ 11:32 pm | May 28, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আকাশ-নীল পতাকা তলে সৌহার্দ্য, সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে বিশ্ব শান্তিক্ষার একটি অভিন্ন প্লাটর্ফমে সমবেত হতে পারা অত্যন্ত গর্বের ও আনন্দের বলে মনে করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার (২৯ মে) ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৪’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাণীতে আইজিপি বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় ও সমতার ভিত্তিতে একটি টেকসই, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পৃথিবী বিনির্মাণের বার্তা নিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৪। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত সকল শান্তিরক্ষীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী ও আহত সকল শান্তিরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁদের পরিবারবর্গের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।’
তিনি বলেন, ‘বিগত ১৯৮৯ সাল থেকে বাংলাদেশ পুলিশ এ গৌরবের অংশীদার। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অধিকারবঞ্চিত, শোষিত ও নির্যাতিত মানুষের মুক্তির মহানায়ক। তিনি শুধু বাঙালি জাতির জন্যই সংগ্রাম করেননি, বিশ্বের নির্যাতিত মানুষের অধিকার আদায়েও ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর, মানবিকতার এক প্রোজ্জ্বল বাতিঘর। মানুষের অধিকার আদায় ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অঙ্গীকার আমাদের মহান সংবিধানেও প্রতিফলিত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সাংবিধানিক এ অঙ্গীকার পূরণে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আমাদের পবিত্র দায়িত্ব।’
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘জাতিসংঘের আকাশ-নীল পতাকার পাশে আমাদের শান্তিরক্ষীরা বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন প্রান্তরে। বাংলাদেশ পুলিশের নির্ভীক সদস্যরা বিগত তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠা, দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। টেকসই ও সার্বজনীন শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীদের ভূমিকা আজ সর্বজন স্বীকৃত। আগামী দিনগুলোতেও মানবতার কল্যাণে ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অর্জিত সুনাম ও সাফল্য সমুন্নত রেখে নিরন্তর কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ। সৌহার্দ্য-সম্প্রীতি-ভ্রাতৃত্বের মেলবন্ধনে আগামীর পৃথিবী হোক যুদ্ধ ও সংঘাতমুক্ত। এ বিশ্ব হোক সকলের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসস্থল। আমি আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৪ এর সার্বিক সাফল্য কামনা করছি।’
কালের আলো/ডিএস/এমএম