‘ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কঠোর অবস্থানে থাকবে হাইওয়ে পুলিশ’
প্রকাশিতঃ 5:55 pm | May 26, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন ঈদুল আযহায় ঈদযাত্রা আনন্দ ও স্বস্তিদায়ক করতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ বলে জানিয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।
তিনি বলেছেন, এবারের ঈদযাত্রা হবে আনন্দ ও স্বস্তিদায়ক। সেটা নিশ্চিতে দায়িত্ব সবাইকেই নিতে হবে। আমরা যেন স্বস্তির সঙ্গে, আনন্দের সঙ্গে ঈদ শেষে ফিরে আসতে পারি সেজন্য কেউ ঝুঁকিপূর্ণ ঈদযাত্রায় শামিল হব না, সেটা নিশ্চিত করতে হবে।
রবিবার (২৬ মে) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
অনুষ্ঠানে গার্মেন্টস মালিক সমিতি, পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত হয়ে ঈদ যাত্রায় যানজট সৃষ্টির পেছনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এবং এসব সমস্যা সমাধানে হাইওয়ে পুলিশের সহযোগিতার আহ্বান জানান।
শাহাবুদ্দিন খান বলেন, এবারের ঈদ যাত্রা আমরা কীভাবে শস্তিদায়ক করতে পারি, কীভাবে আরামদায়ক করতে পারি এবং কীভাবে জনগণকে নিরাপদে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে পারি সে বিষয়ে আমরা আজ এখানে বসেছি। আমরা ঢাকার প্রবেশমুখ ও বাহিরমুখে যেখানে যানজট ও জলবহুল জনসমাগম হয় সেসব স্থানে আমরা ওয়াচ-টাওয়ারের মাধ্যমে মনিটরিং করি। আমরা ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় সাব কন্ট্রোলের মাধ্যমে সবকিছু মনিটরিং করতে পারি।
অতিরিক্ত আইজিপি বলেন, আমরা হাইওয়ে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটা পুলিশের কাছে বডি ক্যামেরা স্থাপন করেছি। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছি। আমরা এখানে যারা আছি তারা কেউই কখনো চাই না সড়কে কোনো প্রাণহানি হোক।
হাইওয়ে পুলিশ প্রধান বলেন, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ ব্যবস্থা নিয়েছি। ঢাকার প্রবেশমুখ ও বাহিরমুখে যানজট ও জলবহুল জনসমাগম যেখানে হয় সেসব স্থানে পানি বিতরণসহ বিভিন্ন দিকনির্দেশনা ও সচেতনতামূলক কাজ করবো।
অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রার ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে জানিয়ে শাহাবুদ্দিন খান বলেন, এখনও কিন্তু আমরা অভিযান চালাচ্ছি, ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। ঈদের সময় কঠোর মনিটরিংয়ের মাধ্যমে গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখা হবে।
কালের আলো/ডিএস/এমএম