বিতাড়িত হোক মাকাল ফল মার্কা ছদ্মবেশীরা

প্রকাশিতঃ 4:29 pm | February 10, 2018

ওমর সানী:

চলচ্চিত্রের মুষ্টিমেয় কিছু (মাকাল ফল মার্কা) মানুষ, অন্য সেক্টরের মানুষের কাছে চলচ্চিত্রকে, চলচ্চিত্রের মানুষকে পুঁজি করে নিজের আখের গুচাচ্ছে আর চলচ্চিত্রকে করছে ধ্বংস, আমাদের করছে অপমানিত।

আসুন আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্রের মানুষদের ভালোবাসি তারা সবাই এক হই, আর মুষ্টিমেয় মাকাল ফল মার্কা (ছদ্ধবেশী চলচ্চিত্রপ্রেমী) মানুষের হাত হতে চলচ্চিত্রকে রক্ষা করি।

জয় হোক বাংলা চলচ্চিত্রের, বিতাড়িত হোক মুষ্টিমেয় কিছু মাকাল ফল মার্কা ছদ্মবেশী চলচ্চিত্রপ্রেমীরা।

 

(ফেসবুক থেকে সংগৃহীত)

Print Friendly, PDF & Email