প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে স্কোয়াড্রন লিডার জাওয়াদের পরিবার

প্রকাশিতঃ 9:40 am | May 17, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন জানান, জাওয়াদের বাবা ডা. মো. আমান উল্লাহ, মা নিলুফার আক্তার, স্ত্রী রিফাত অন্তরা, মেয়ে আয়েজা এবং ছেলে আয়াজ বৃহস্পতিবার (১৬ মে) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাঁর সাথে কিছু সময় কাটান।

সাক্ষাৎকালে জাওয়াদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লে প্রধানমন্ত্রী তাকে সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রী তাদের খোঁজ নেন এবং জাওয়াদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ৯ মে চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হোন পাইলট জাওয়াদ। পরে ওইদিন দুপুর সাড় ১২টার দিকে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয়।

সূত্র: বাসস

কালের আলো/এমএস/এমডিআর