নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে ইজতেমায়
প্রকাশিতঃ 11:25 pm | February 05, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর উপকণ্ঠ টঙ্গীর তুরাগ তীরে আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় আগতদের জন্য নজীরবিহীন ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার। প্রয়োজনে সেনবাহিনীর সদস্যরাও ময়দানে থাকবে।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে বিশ্ব ইজতেমার ব্যবস্থাপনা বিষয়ে তাবলিগ জামাতের দুটি গ্রুপের সঙ্গে আলোচনা ও পরামর্শ সভা শেষে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
প্রতিমন্ত্রী বলেন, তাবলিগ জামাতের দু’টি গ্রপের মধ্যে সম্প্রতি রক্তক্ষয়ী যে সংঘর্ষ হয় সে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, সরকার ইজতেমার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু ইজতেমাটি যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে হয় সে লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
কালের আলো/ওএইচ