কিশোরগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি’র সরাইল রিজিয়ন কমান্ডার
প্রকাশিতঃ 12:36 am | May 08, 2024

নেত্রকোনা প্রতিবেদক, কালের আলো:
বিজিবি’র সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপলক্ষে নেত্রকোনা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কিশোরগঞ্জের সদর উপজেলায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। মঙ্গলবার (৭ মে) সকালে তিনি বেইজ ক্যাম্প পরিদর্শন করেন।
আজ বুধবার (০৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রিজিয়ন কমান্ডার মোতায়েনকৃত বিজিবি সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালন এবং দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডারের সঙ্গে বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রিজিয়নের পরিচালক (অপারেশন) লেঃ কর্নেল সফিউল আযম সিদ্দিকী, নেত্রকোনা ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএইচ/এসবি