এমআইএসটিতে আন্তর্জাতিক সম্মেলনের জমকালো সমাপনী

প্রকাশিতঃ 10:11 am | May 05, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

এমআইএসটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিবিষয়ক তিন দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন। যেখানে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও জাপানের স্বনামধন্য বিশেষজ্ঞ-গবেষকরা অংশগ্রহণ করেন। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটিসহ সাম্প্রতিক গবেষণা-প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) শেষ হওয়া সম্মেলনটি বৃহস্পতিবার (২ মে) শুরু হয়। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। চিফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।অনুষ্ঠানটিকে বিভিন্ন সামরিক ও অসামরিক বিশিষ্টজন, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী ও শিক্ষার্থীদের উপস্থিতি প্রাণবন্ত-রঙিন করে তোলে।

সম্মেলনে সাম্প্রতিক গবেষণা-প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা হয়েছে কমিউনিকেশন টেকনোলোজি, ডিজিটাল সিগন্যাল অ্যান্ড ইমেজ প্রসেসিং, অপ্টো-ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফোটোনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ড্রাইভস, পাওয়ার সিস্টেম অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি, সেমি-কনডাক্টর ডিভাইস অ্যান্ড ন্যানো টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ভিএলএসআই অ্যান্ড সার্কিটস, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট নেভিগেশন, ওয়্যারলেস কমিউনিকেশন এবং রাডার ইঞ্জিনিয়ারিং নিয়েও। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী, শিক্ষার্থী ও গবেষকদের সমন্বয়ে একটি সার্বজনীন ক্ষেত্র তৈরি হয়েছে, যা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নব উদ্ভাবন ও টেকসই উন্নয়নের নতুন দ্বার উন্মোচনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনে বিশেষ অবদান রাখবে বলে আশা করা যায়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (২ মে) এমআইএসটিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আমাদের সব সময় অনুপ্রেরণা দেন। তিনি একাডেমিয়ার সঙ্গে ইন্ডাস্ট্রির মেলবন্ধনে কাজ করার তাগিদ দেন। তিনি চারটি প্রযুক্তির বিষয়ে সবচেয়ে বেশি তাগিদ দেন, এক আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, মাইক্রোচিপ ডিজাইনিং, রোবটিক্স, সাইবার সিকিউরিটির ওপর।’

দেশে প্রথম সাইবার রেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি এ এমআইএসটি ক্যাম্পাসে, এমনটি জানিয়ে তিনি বলেন,
‘আমি সকল শিক্ষার্থীদের অনুরোধ জানাতে চাই যে, আপনারা আপনাদের চিন্তাশক্তি ও ধারনা দিয়ে যেসব প্রজেক্ট বা রিসার্চ করছেন সেগুলো আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করুন। আমরা আপনাদের ওইসব প্রজেক্টে বিনিয়োগ করতে প্রস্তুত আছি।

এ সময় আইয়ুব বাচ্চুর বিখ্যাত ‘সেই তুমি’ গান গেয়ে মঞ্চ মাতিয়ে পলক বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল, আমি বড় হয়ে রকস্টার হবো। তবে আমি খুবই ভাগ্যবান যে, আমাদের একজন নেতা আছেন তিনি শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছেন ডিজিটাল বাংলাদেশ রূপে। আর বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার, সোনার মানুষ গড়ে তুলছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।’

কালের আলো/বিএ/এমএইচ