প্রেসিডেন্ট কাপ গলফ টূর্নামেন্টে শাহীন বাবু উইনার ও আলতাফ রানারআপ 

প্রকাশিতঃ 12:16 am | May 05, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চার দিনব্যাপী ‘২য় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রেসিডেন্ট কাপ গলফ টূর্নামেন্টে শাহীন বাবু উইনার, লেফটেন্যান্ট কর্নেল আলতাফ রানারআপ ও শায়লা আহসান লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

শনিবার (০৪ মে) ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

আইএসপিআর জানায়, চার দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি ও বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৮১৭ জন গলফার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি মহতি এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

কালের আলো/আরআই/এমকে