উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি
প্রকাশিতঃ 7:15 pm | April 25, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা ক্ষুণ্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এজন্য সহিংসতামুক্ত উপজেলা নির্বাচন আয়োজন করার তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সঙ্গে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে কথা বলেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন আয়োজনের মাধ্যমে আমরা যেন প্রমাণ করতে পারি যে, বাংলাদেশে গণতন্ত্র আছে এবং নির্বাচন নির্বাচনের মতো হয়। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে ৭ জানুয়ারি যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ন হতে পারে। তাই সহিংসতামুক্ত নির্বাচন আয়োজন করতে হবে।
সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ মে।
কালের আলো/এমএইচ/এসবি