অসহায় গরিবরা পেলো সেনাবাহিনীর ঈদ শুভেচ্ছা উপহার 

প্রকাশিতঃ 10:24 pm | April 04, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় গরিবদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) জলসিঁড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় গরিবদের হাতে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও লজিস্টিকস এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে সর্বমোট ৩৫০টি দু:স্থ পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদের আগে শুভেচ্ছা উপহার পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।

কালের আলো/আরআই/জিকেএম