থালা হাতে রাস্তায় ভিক্ষা করছেন মাহি?
প্রকাশিতঃ 12:49 pm | March 27, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:
সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। ছবিতে দেখা যাচ্ছে- সাদা পুরোনো শাড়ি পরনে মাহির।
এক হাতে ভিক্ষার থালা, আরেক হাতে ঝুলি। সামনের দিকে তার করুণ দৃষ্টি। চোখে রাজ্যের ক্লান্তি। ছবির ক্যাপশনে ভিক্ষা চাইতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
তিনি লিখেছেন – আজ আমাকে ভিক্ষা দে, মানবতা আর কিছু চাই না আমি, পেটের ক্ষুধা তৃষ্ণায় ভাত চাই না, আমাকে মানবতা ভিক্ষা দে। সামিরা খান মাহির এ কী হাল! ভক্তদের ভীত হওয়ার কিছু নেই। দৃশ্যটির কোনো এক নাটকের অবশ্যই।
খোঁজ নিয়ে জানা গেল, ‘ফকির থেকে কোটিপতি’ নামে এক নাটকের দৃশ্য এটি। এতে ভিখারির ভূমিকায় অভিনয় করেছেন মাহি।
নাটকটিতে মাহির বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের একটি দৃশ্যে ফকির সেজে ভিক্ষা করতে দেখা যাবে মাহিকে। নাটকটি রচনা ও পরিচালনায় রয়েছেন প্রীতি দত্ত।
ফেসবুকে আপলোড করা ছবিটির প্রসঙ্গে সামিরা খান মাহি বলেছেন, এটা আসলে ঈদের একটি নাটকের একটি শুটিংয়ের ছবি। নানা চরিত্রে অভিনয় করতে ও বিচিত্র গেটআপ নিতে আমার ভালো লাগে। এটায় একটা চ্যালেঞ্জ থাকে। এই নাটকের গল্পের প্রয়োজনেই ভিক্ষুকের লুক নিয়েছি। তবে ছবিটি পোস্ট করার পর দেখলাম আমি এমন লুকে কেন, এটা জানার আগ্রহ সবার। সেই আগ্রহ মিটবে ঈদ এলে। এমন বেশ কিছু চরিত্রেই আমি এবারের ঈদে হাজির হচ্ছি।
কালের আলো/এমএইচ/এসবি