ভোগান্তি লাঘবে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রির চিন্তা চলছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
প্রকাশিতঃ 5:26 pm | March 22, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জনগণের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতে স্থায়ী দোকানে টিসিবির সুলভ মূল্যের পণ্য সরবরাহ করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
শুক্রবার (২২ মার্চ) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে টিসিবির স্মাট কার্ড ও হুইল চেয়ার বিতরণ, ডিলার, বাজার সমিতি ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে এক কোটি পরিবারের মধ্যে প্রতি মাসে টিসিবির মাধ্যমে বিভিন্ন পণ্য দেওয়া হচ্ছে। এর মধ্যে নাগরপুরে রয়েছে ১৬ হাজার ৪২৯টি পরিবার। এ জন্য নাগরপুরকে মডেল হিসেবে নিয়ে স্থায়ী দোকানে পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে।
আহসানুল ইসলাম টিটু বলেন, ‘টিসিবি অনেক বড় একটি কর্মযজ্ঞ। দেশের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টিসিবি প্রতিষ্ঠা করেন। বিশেষ করে আমাদের দেশে যে পণ্যগুলো উৎপাদন হয় না–বিদেশ থেকে আমদানি করতে হয়। পণ্য আমদানি-রপ্তানি করার জন্য টিসিবি সৃষ্টি করা হয়েছিল।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, গয়হাটার ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার কলিয়া-সরিষাজানি সড়কের উদ্বোধন করেন। মতবিনিময় সভা শেষে তেবাড়িয়া-পাইকশা বাজার এবং তেবাড়িয় মহারাজের দোকান থেকে নদীর ঘাট পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি দুর্বৃত্তদের হাতে নিহত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ খান ঝলকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
কালের আলো/ডিএস/এমএম