জবাবদিহি ছাড়া স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়: মোমেন
প্রকাশিতঃ 8:26 pm | March 20, 2024

কালের আলো ডেস্ক:
সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জবাবদিহিতা না থাকলে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বা বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ অর্জন সম্ভব নয়।
বুধবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, দুর্নীতি কমানোর জন্য প্রধানমন্ত্রী দেশে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর আশা পূরণের জন্য এবং বৃহত্তর জনগণের হয়রানি কমানোর জন্য একান্ত প্রয়োজন প্রত্যেক সরকারি কর্মকর্তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব-নিকাশ অবশ্যই প্রদান করা। চাকরির পোস্টিং এবং বিশেষ করে প্রমোশনের সময়ে সম্পদের হিসাব বিবেচনায় আনা উচিত।
তিনি বলেন, জবাবদিহিতা না থাকলে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বা বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ অর্জন সম্ভব নয়। অনেক অনেক সরকারি অফিসার দেশকে ফোকলা করে ছাড়বে।
কালের আলো/এমএইচ/এসবি