ডেসকো’তে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপিত
প্রকাশিতঃ 7:25 pm | March 17, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
রবিবার (১৭ মার্চ) সকালে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমানের উপস্থিতিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ( ডেসকো) লিমিটেডের চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডেসকো’র নির্বাহী পরিচালক (প্রশাসন ও এইচআর) খন্দকার জহিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ডেসকো’র নির্বাহী পরিচালক অর্থ মো: তোফাজ্জল হোসেন, নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক সংগ্রহ এ কে এম মহিউদ্দিন, নির্বাহী পরিচালক অপারেশন মো: জাকির হোসেন।
এর আগে ভোরে ডেসকো’র প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মুজিব কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডেসকো’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ এবং দেশবাসীর জন্য দোয়া করা হয়।
কালের আলো/ডিএসকে/এমএইচএ