মায়ের সঙ্গে কথা বলার সময় তৌফিকের ফোন কেড়ে নেয় জলদস্যুরা
প্রকাশিতঃ 2:44 pm | March 13, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মোবাইল ফোনে মায়ের কাছে দোয়া চেয়েছিলেন সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেল পাঁচটার দিকে মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয় ইঞ্জিনিয়ার তৌফিকের। মায়ের সঙ্গে কথা বলার সময় জলদস্যুরা তার ফোনটি কেড়ে নেয়।
বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর সেকেন্ড ইঞ্জিনিয়ার তৌফিকের মা দিল আফরোজ এসব কথা জানান।
খুলনা মহানগরীর বয়রা করিম নগর এলাকার ২০/১ নম্বর বাড়ির বাসিন্দা মো. ইকবালের তৃতীয় সন্তান তৌফিক। ব্যক্তি জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি।
ইঞ্জিনিয়ার তৌফিকের বাবা মো. ইকবাল জানান, ২০০৮ সাল থেকে বিভিন্ন জাহাজে চাকরি করছেন তৌফিক। তার বড় দুই ভাই ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও রফিক লেখাপড়া শিখে সাগরে ঘুরে বেড়ানোর চাকরি নেন। এমভি আব্দুল্লাহ নামক জাহাজে যোগদান করেন গত বছরের নভেম্বর মাসে। ছয় মাসের জন্য ওই জাহাজে চাকরি নিয়েছিলেন তিনি।
তৌফিকের স্ত্রী জানান, বিকেলে শাশুড়ির সঙ্গে কথা বলার আগে দুপুর ২টার দিকে তার সঙ্গে যোগাযোগ করেন তৌফিক। এ সময় তৌফিক জলদস্যুদের কবলে পড়ার বিষয়টি মা-বাবাকে জানাতে নিষেধ করেন। একইসঙ্গে তার জন্য দোয়া করার কথাও বলেন তিনি।
কালের আলো/এমএইচ/এসবি