মালিবাগে বহুতল ভবন থেকে পড়ে পুলিশ কর্মকর্তার বাসার গৃহকর্মীর মৃত্যু

প্রকাশিতঃ 5:21 pm | February 19, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর মালিবাগে দশতলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তিনি ডিবির সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন বলে জানা গেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওই গৃহকর্মীকে মৃত ঘোষণা করেন। এর আগে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে তিনি ছাদ পড়ে যান। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক সুজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, মালিবাগ ১৭৭/১৭৮/১৭৯ (মাধবীলতা) নম্বর ভবনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় ১৬ মাস যাবত কাজ করতেন আনোয়ারা। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি। তাতে ওই মহিলাকে ছাদের ওপর হাঁটাহাঁটি করতে দেখা গেছে । এখন অসাবধানতাবশত পড়ে গেল নাকি লাফিয়ে পড়েছে, বিষয়টি তদন্তের পর বলা যাবে। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। তার স্বামী রেজার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে আগেই।

কালের আলো/এমএইচ/এসবি