দুর্নীতির অভিযোগে ডিএসসিসি’র সাবেক প্রশাসকসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ 8:53 pm | January 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাস্তা হিসেবে রেকর্ড হওয়া জমি দুর্নীতির মাধ্যমে দোকানের জন্য বরাদ্দ দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি’র একটি দুর্নীতিবাজ চক্র।

এই অভিযোগে ডিএসসিসি’র সাবেক প্রশাসক খলিলুর রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুদক উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত শাহবাগ থানায় মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের সাময়িক বরখাস্ত হওয়া সার্ভেয়ার মুহাম্মদ মুরাদ হোসেন, মুহাম্মদ বাচ্চু মিয়া, তাসাব্বির হোসেন, শহিদুল হাসান (সাগর),গিয়াস উদ্দিন,সারোয়ার হাসান (আলো),এ. এস. এম. এ কাদের, ফাহমিদা আক্তার কুমকুম, সুরাইয়া আক্তার, ফারিয়া আক্তার নিশা, ফরহাদ হোসেন,

নজরুল ইসলাম (বিপ্লব), মফিজুর রহমান পাবেল, ফারুক হোসেন, মানিক মানবিক, আব্দুল আজিজ, প্রাণতোষ চন্দ্র সরকার,মোহাম্মদ হাবিবুল হক, এহেসান উদ্দিন সাহিন, হাফিজ উদ্দিন (পাবেল), আমিনুল ইসলাম, রফিকুল বারী চৌধুরী, এনামুল হক, আ. হাদি, হাজী আবুল হোসেন, ইকবাল হাওলাদার,মনিরুজ্জামান,

আহমেদ ইমতিয়াজ মন্নাফী, রশিদুল হক ভুইয়া, আকলিমা মালেক নিপা, ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম, নার্গিস ইসলাম, শফিকুল ইসলাম, আবিদ রশিদ, এম, আনোয়ার পারভেজ, হাজী আরমান, জামিল আহ্মেদ চিশতী, সালেহ মোহাম্মদ কবির, বাতেনুর হক বাঁধন, মো. রানা, সুনিল চন্দ্র পাল, মোকলেসুর রহমান, নূরজাহান বেগম ও এহসানুল আলম।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email