খালেদার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসসহ আটক ১১

প্রকাশিতঃ 3:43 pm | February 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাসকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বকশীবাজার অস্থায়ী আদালত এলাকা থেকে তাকে আটক করা হয়।

দুপুরে খালেদা জিয়ার রায় ঘোষণার পরপরই আদালত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে খবর ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিক বিষয়টি স্বীকার করেননি আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য।

এর আগে রাজধানীর ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী, পপি নামে এক বিএনপি কর্মী ও ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ মোহাম্মদ শাহাবুল আলমসহ ১০ জনকে রাজধানীর কাকরাইল ও মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রাম থেকে আটক করা হয় নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেনকে।

এদিন দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ৫ বছরের কারাদন্ড প্রদান করে বিশেষ আদালত। একই মামলায় দলটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

কালের আলো/এসএইচ