ফেনীতে ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর, আহত ১০

প্রকাশিতঃ 3:56 pm | December 03, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ফেনীতে বিএনপির ডাকা নবম দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চালকসহ ১০ জন আহত হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন ও তাকিয়া রোডে এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১২টার দিকে অবরোধের সমর্থনে একটি মিছিল থেকে কয়েকজন এসে হঠাৎ সেন্ট্রাল হাই স্কুলের পাশে দাঁড়িয়ে থাকা দুটি ইমা গাড়ি, একটি পিকআপ ও তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এতে চালকসহ ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এর আগে শহরের তাকিয়া রোডে অবরোধের সমর্থনে জেলা ছাত্রদলের একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালের আলো/এসএম/আর