রোববারের মধ্যে ৩০০ আসনে আ.লীগের প্রার্থী ঘোষণা: ওবায়দুল কাদের
প্রকাশিতঃ 7:16 pm | November 24, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ পর্যন্ত চারটি বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷ আগামী রোববারের (২৬ নভেম্বর) মধ্যে ৩০০ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন ৷
শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা জানান৷
তিনি বলেন, এ পর্যন্ত চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে ৷ রোববারের মধ্যে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করা হবে। নতুন মুখও এসেছে, কিছু বাদও পড়েছে।
বিজয়ী হতে পারে এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করা হবে।
কালের আলো/এমএইচ/এসবি