টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টার পদত্যাগ
প্রকাশিতঃ 7:29 pm | November 19, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরকারে নিযুক্ত দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী এবং প্রধান পাঁচ উপদেষ্টা পদত্যাগ করেছেন। রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সরকারের টেকনোক্যাট দুই মন্ত্রী হচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পরিকল্পনা প্রতিসন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন- ড. গওহর রিজভী, তারিক আহমেদ সিদ্দীক, ড. মসিউর রহমান, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও সজিব আহমেদ ওয়াজেদ।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান সংসদ সদস্য হওয়ায় তিনি পদত্যাগ করেননি।
কালের আলো/ডিএসকে/এমএম