হরতালের আগের রাতে ১০ গাড়িতে আগুন
প্রকাশিতঃ 11:56 am | November 19, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ রোববার থেকে দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। ভোর ৬টায় হরতাল শুরুর আগেই শনিবার থেকে ১০টির মতো পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ১০টি গাড়িতে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, ১০টি যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঢাকা সিটিতে ৪টি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া, জয়পুরহাটে ৩টি, চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লায় ২টি, ময়মনসিংহ বিভাগের জামালপুরে ১টি ঘটনা ঘটে। এসব ঘটনায় ৬টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১টি ট্রাক, ১টি পিকআপ ও ১টি ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।
এছাড়া হরতাল শুরুর পর আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর ফুলবাড়িয়ায় কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগায় দুর্বৃত্তরা।
আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ ইউনিট কাজ করে বলেও জানান তিনি।
কালের আলো/এমএইচ/এসবি