জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন সিইসি

প্রকাশিতঃ 7:11 pm | November 15, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশন ভবনে ভাষণ শুরু করেন তিনি। এ ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা হবে।

এর আগে বিকেল ৫টায় বৈঠকে সিইসির নেতৃত্বে বৈঠক করে নির্বাচন কমিশন।

বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email