প্রকাশ্যে ‘কাবুলিওয়ালা’র পোস্টার, মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর

প্রকাশিতঃ 10:46 am | November 14, 2023

বিনোদন ডেস্ক, কালের আলো:

বড়দিনে (২৫ ডিসেম্বর) মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘কাবুলিওয়ালা’। ছবিতে রহমতের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। ফলে শুরু থেকেই এই ছবিকে ঘিরে অনুরাগীদের কৌতূহল বেড়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্মাতারা ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন। পোস্টারে দেখা যাচ্ছে, কাবুলিওয়ালার হাত ধরে হেঁটে আসছে ছোট্ট মিনি।
বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মূল গল্প আজও ছোটদের কাছে পরম আকর্ষণ।

সুমন ঘোষ পরিচালিত এই ছবির প্রেক্ষাপট এবং নির্মাণ নিয়েও চর্চা শুরু হয়েছে। ছবিতে মিনির চরিত্রে অভিনয় করেছে ‘মিঠাই’ খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি। অন্য দিকে, মিনির বাবা অরবিন্দের চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। মিনির মা স্নেহলতার চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।

কালের আলো/এসএমআর

Print Friendly, PDF & Email